‘চাহিদার স্থিতিস্থাপকতা’ বলতে দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির সাথে চাহিদার পরিমাণের হ্রাস-বৃদ্ধির সম্পর্ককে বুঝায়। কোনো দ্রব্যের মূল্য কমলে তার চাহিদা বাড়ে এবং মূল্য বাড়লে চাহিদা কমে। মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে চাহিদার বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ সবক্ষেত্রে সমান হয় না। কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন বেশি হয়, আবার কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন কম হয়। মূল্য পরিবর্তনের ফলে যে হারে চাহিদার পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা (Elasticity of Demand) বলা হয়।

অধ্যাপক লিপসির ভাষায় বলা যায়, “কোনো দ্রব্যের মূল্য পরিবর্তনের ফলে চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে।” (Lipsey– “Elasticity of demand is the measure of the responsiveness of the quantity demanded to changes in price.”)


আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝায় What is meant by an Economic System?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?

১৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

Post a Comment

Previous Post Next Post