যৌগের আণবিক সংকেত হতে জানা যায় সেই যৌগের একটি অণুতে কী কী মৌলের কয়টি পরমাণু আছে; কিন্তু কোন পরমাণুর সাথে কোন পরমাণু সংযুক্ত তা বুঝা যায় না। এই অসুবিধা দূর করার জন্য গাঠনিক সংকেত ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুসমূহ পরস্পরের সাথে কীভাবে সংযুক্ত আছে, তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহৃত হয়, তাকে বস্তুটির গাঠনিক সংকেত বলে।
সক্রিয় ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?
সক্রিয় ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
- কোন যৌগ গঠন করার সময় মৌল সমূহের ব্যবহৃত যোজনীকে সক্রিয় যোজনী বলে। অপরদিকে, মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর বিয়োগফলকে উক্ত যৌগে মৌলটির সুপ্ত যোজনী বলে।
- সক্রিয় যোজনী শূন্য হতে পারে না। কিন্তু, সুপ্ত যোজনী শূন্য হতে পারে।
Post a Comment