শিখা পরীক্ষা হল রসায়নের পরীক্ষায় ব্যবহার করা একটি বিশ্লেষণমূলক পদ্ধতি, এটি বিভিন্ন উপাদানের সনাক্তকরণের পরীক্ষা।
শিখা পরীক্ষায় পরিষ্কার প্লাটিনাম বা নাইক্রোম তার ব্যবহার করা হয়। প্লাটিনাম তারের অগ্রভাগ গাঢ় HCl এ ডুবিয়ে দীপ্তিহীন নীলাভ জারণ শিখায় বারবার উত্তপ্ত করা হয়। শেষ পর্যন্ত যদি দীপ্তিহীন শিখা কোনো বর্ণ সৃষ্টি না করে তাহলে বুঝতে হবে প্লাটিনাম তার পরিষ্কার হয়েছে। একটি ওয়াচ গ্লাসে গাঢ় HCl এসিড নিয়ে ঐ এসিডে একটি বিশুদ্ধ প্লাটিনাম তারের অগ্রভাগ ডুবিয়ে এবং পরে এর মাথায় গাঢ় HCl সিক্ত একটু লবণকে কিনারায় ধরা হয়। এবার প্রথমে খালি চোখে ও পরে ব্লু গ্লাস দিয়ে শিখার বর্ণ দেখা হয়।
শিখা পরীক্ষায় গাঢ় HCl এর ভূমিকা : ধাতব লবণসমূহ অনুদ্বায়ী বা কম উদ্বায়ী। শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করলে ধাতব লবণসনূহ গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড লবণে পরিণত হয়। ধাতব ক্লোরাইড লবণ তুলনামূলকভাবে অধিক উদ্বায়ী। একে বুননেস বার্ণারের জারণ শিখায় ধরলে সহজেই বাষ্পে পরিণত হয় এবং শিখার বর্ণের পরিবর্তন করে বা বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখায়। তাই আমরা বলতে পারি অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী লবণে পরিণত করাই হচ্ছে গাঢ় HCl এর কাজ।
CaCO3 + 2HCl → CaCl2 + CO2 + H2O
CaCl2 + তাপ → CaCl2 (বাষ্প) ইটের মত লাল
অনুশীলনী
- শিখা পরীক্ষায় গাঢ় hcl ব্যবহার হয় কেন?
- শিখা পরীক্ষায় কোন এসিড ব্যবহার করা হয়?
- Na এর শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালি সৃষ্টি হয়?
- শিখা পরীক্ষায় পটাশিয়াম আয়ন কোন বর্ণ দেখায়?
- শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায় না?
- Be শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন?
- শিখা পরীক্ষায় ইটের মত লাল শিখা দেখায় কোনটি?
- কোন আয়নের বর্ণ গোলাপি?
- ca2+ শিখা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে?
- বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে না কোনটি?
- Be ও mg শিখা পরীক্ষায় বর্ণ দেয় না কেন?
- কোনটি শিখা পরীক্ষা দেয় না?
Post a Comment