আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে?

উত্তর : যদি কোন বস্তু আপতিত বিকীর্ণ তাপের কোন অংশ প্রতিফলিত বা সঞ্চারিত না করে সবটুকুই শোষণ করে, তাহলে সে বস্তুকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে।

আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে যে সব বস্তুকে বিবেচনা করা হয়, এদের কোনটিই প্রকৃতপক্ষে আদর্শ কৃষ্ণ বস্তু নয়। এদের শোষণ ক্ষমতা 100% এর কাছাকাছি বলে এদের কৃষ্ণ বস্তু বলে বিবেচনা করা হয়। যেমনঃ কালো প্লাটিনাম 98% আপতিত বিকিরণ শোষণ করতে পারে। প্রদীপের কালির তল 96% আপতিত তাপ শোষণ করতে পারে।


আপেক্ষিক তত্ত্ব কত ভাগে বিভক্ত?

উত্তর : আপেক্ষিক তত্ত্ব মূলত দুভাগে বিভক্ত, যথা- (১) আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব এবং (২) আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব পরস্পরের তুলনায় ঊর্ধ্ব বা নিম্নগতিশীল (ত্বরিত) বস্তুসমূহ বা সিস্টেম (System) নিয়ে আলোচনা করেছে। যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতির গতি, মাধ্যাকর্ষণ এবং সমগ্র বিশ্বের গঠন সম্পর্কে তার বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদসমূহ আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের অন্তর্ভুক্ত। এটি প্রকাশিত হয় ১৯১৬ সালে।

Post a Comment

Previous Post Next Post