অষ্টম শ্রেণি - বাংলা ১ম পত্র
১. কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন?
ক. ১৯৬৯-এর ৭ মার্চ
খ. ১৯৭১-এর ৩ মার্চ
গ. ১৯৭১-এর ৭ মার্চ
ঘ. ১৯৭৪-এর ৩ মার্চ
সঠিক উত্তর : গ
২. রেসকোর্স ময়দানের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কারণ, এই ভাষণে ছিল —
ক. স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেওয়ার বাণী
খ. সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার
গ. অ্যাসেম্বলিতে না বসার আহ্বান
ঘ. বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
সঠিক উত্তর : ঘ
৩. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ইয়াহিয়া খান
গ. মওলানা ভাসানী
ঘ. জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর : খ
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনো মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
৪. বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা — উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়?
i. সহনশীলতা
ii. দেশপ্রেম
iii. আপোষহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫. বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের কী উপহার দিয়েছে?
ক. গভীর দেশপ্রেম খ. বাঙালি সংস্কৃতি
গ. স্বাধীন রাষ্ট্র ঘ. বৈষম্য থেকে মুক্তি
সঠিক উত্তর : গ
৬. পাকিস্তানে গণ-অভ্যুত্থান হয় কত সালে?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭১ সালে
সঠিক উত্তর : গ
৭. ‘মার্শাল ল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সামরিক শাসন
খ. গণতান্ত্রিক আইন
গ. একনায়কতন্ত্র
ঘ. বিদেশিদের শাসন
সঠিক উত্তর : ক
৮. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদে প্রথম অধিবেশন ডাকেন কবে?
ক. ১৯৭১ সালের ২ মার্চ
খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ৪ মার্চ
ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ
সঠিক উত্তর : খ
৯. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন কবে?
ক. ১৯৭১ সালের ১ মার্চ
খ. ১৯৭১ সালের ২ মার্চ
গ. ১৯৭১ সালের ৩ মার্চ
ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ
সঠিক উত্তর : ক
১০. ৬ দফা ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৬৩ সালে
খ. ১৯৬৪ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
সঠিক উত্তর : ঘ
১১. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
সঠিক উত্তর : গ
১২. ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?
ক. স্বাধীনতার দাবি
খ. গণতন্ত্রের দাবি
গ. স্বায়ত্তশাসনের দাবি
ঘ. রাষ্ট্রভাষার দাবি
সঠিক উত্তর : গ
১৩. বঙ্গবন্ধুর ভাষণটিকে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিংকন
গ. জন এফ কেনেডি
ঘ. বারাক ওবামা
সঠিক উত্তর : খ
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ১৯৭১ সালের কখন?
ক. ২৫ মার্চ প্রথম প্রহরে
খ. ২৬ মার্চ প্রথম প্রহরে
গ. ২৭ মার্চ প্রথম প্রহরে
ঘ. ২৮ মার্চ প্রথম প্রহরে
সঠিক উত্তর : খ
১৫. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়েছে —
i. দেশ রক্ষার জন্যে
ii. নিরস্ত্র মানুষের ওপর
iii. সংগ্রামী জনতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১৬. ৭ মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
ক. ২ লাখ খ. ৫ লাখ
গ. ১০ লাখ ঘ. ১৫ লাখ
সঠিক উত্তর : গ
১৭. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন?
ক. ১৮ মিনিটের
খ. ১৯ মিনিটের
গ. ২১ মিনিটের
ঘ. ২২ মিনিটের
সঠিক উত্তর : ক
১৮. জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কবে?
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭৫ সালে
সঠিক উত্তর : খ
১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?
ক. ১৯২০ সালের ৭ মার্চ
খ. ১৯২০ সালের ১৭ মার্চ
গ. ১৯২০ সালের ২০ মার্চ
ঘ. ১৯২০ সালের ২৭ মার্চ
সঠিক উত্তর : খ
২০. আইয়ুব খান মার্শাল ল জারি করে রেখেছিলেন কত দিন?
ক. ৮ বছর পর্যন্ত
খ. ১০ বছর পর্যন্ত
গ. ১২ বছর পর্যন্ত
ঘ. ১৫ বছর পর্যন্ত
সঠিক উত্তর : খ
২১. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কত সালের নির্বাচনে?
ক. ১৯৬৯ সালের খ. ১৯৭০ সালের
গ. ১৯৭১ সালের ঘ. ১৯৭২ সালের
সঠিক উত্তর : খ
২২. বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে অনুরোধ জানান?
ক. ১৫ ফেব্রুয়ারি খ. ২০ ফেব্রুয়ারি
গ. ২৫ ফেব্রুয়ারি ঘ. ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর : ক
২৩. ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাব ছিল —
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র
ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া
iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২৪. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ নামকরণটি কীভাবে হলো?
ক. বঙ্গবন্ধুর ভাষণের শেষ সংলাপ
খ. বঙ্গবন্ধুর দেওয়া একটি স্লোগান
গ. বঙ্গবন্ধুর লেখা একটি কবিতার চরণ
ঘ. বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে স্লোগান
সঠিক উত্তর : ক
২৫.‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’— তবে শেখ মুজিবুর রহমান কী চেয়েছিলেন?
ক. রাষ্ট্রপতি খ. নির্বাচন
গ. মানুষের অধিকার ঘ. বাংলার স্বাধীনতা
সঠিক উত্তর : গ
২৬. ‘আমরা যখন মরতে শিখেছি’— এখানে ‘আমরা’ বলতে কী বোঝায়?
ক. আওয়ামী লীগের নেতাদের
খ. পূর্ব পাকিস্তানের মানুষকে
গ. পশ্চিমবঙ্গের মানুষকে
ঘ. সংগ্রামী নেতাদের
সঠিক উত্তর : খ
২৭. ‘১৯৫২ সালে রক্ত দিয়েছি’— কিসের জন্য?
ক. স্বাধীনতার জন্য খ. শিক্ষার জন্য
গ. ভাষার জন্য ঘ. নির্বাচনের জন্য
সঠিক উত্তর : গ
২৮. বিশ্বসভায় বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী?
ক. রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ
খ. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান
গ. জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দান
ঘ. মাতৃভাষা আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া
সঠিক উত্তর : গ
২৯. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’— জাতির জনক বঙ্গবন্ধুর এ উক্তির মধ্যে কী প্রকাশ পেয়েছে?
ক. মুক্তিযুদ্ধে সংঘবদ্ধ হবার দৃঢ় আহ্বান
খ. যুদ্ধের জন্যে দুর্গের প্রয়োজনীয়তা
গ. বাড়িতে দুর্গ হলে জয় অনিবার্য
ঘ. দুর্গ তৈরি ছাড়া যুদ্ধ অসম্ভব
সঠিক উত্তর : ক
৩০. বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন -
i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে
ii. যার যা আছে তা দিয়েই শত্রুর মোকাবিলা করতে
iii. সব প্রকার যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
Post a Comment