জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হলে তো আমাদের ধারণক্ষমতা কমে যায়। এসব চিন্তা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও জানান, জাবির ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে এবং ৪ আগস্ট তা শেষ হবে। 'সি' ইউনিট দিয়ে শুরু হবে, এরপর 'বি' ইউনিট।
এভাবে 'এ' ইউনিট এবং 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ আগস্ট জাবির 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর যেহেতু আমরা এখনো ধারণক্ষমতা নির্ধারণ করতে পারিনি, সেইজন্য ওইভাবে চূড়ান্ত করা হয়নি। সবকিছু প্রস্তুত রয়েছে, আমরা তারিখ দিয়ে দেবো।
এদিকে আগামী ৩০ জুলাই গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জাবির এই কর্মকর্তা জানান, এজন্যই জাবির ভর্তি পরীক্ষা আর্টস দিয়ে শুরু হয়েছে।
'এ' ইউনিট এবং 'ডি' ইউনিট এজন্য প্রথমে রাখা হয়নি। আর এই তারিখ ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে এই সপ্তাহই ফ্রি ছিল। অন্য তারিখে মাঝখানে একদিন করে সাপ্তাহিক বন্ধ রয়েছে। একসঙ্গে ৫ দিন পেতে হলে আমাদের এইভাবেই নিতে হবে।
এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Post a Comment