সমুদ্র সমতলে ৪৫° অক্ষাংশে 0°C তাপমাত্রায় ৭৬ সেমি উঁচু বিশুদ্ধ ও শুষ্ক পারদস্তম্ভ ১ বর্গ সেমি ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল বা চাপ প্রয়োগ করে তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুমণ্ডলীয় চাপকে একক ধরে অন্যান্য চাপকে তুলনামূলক বিশ্লেষণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post