প্রশ্ন-১. মুহম্মদ জাফর ইকবাল কবে জন্মগ্রহণ করেন?

উত্তর : মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।


প্রশ্ন-২. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের রচয়িতা কে?

উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল।


প্রশ্ন-৩. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?

উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি ‘জলজ’ গ্রন্থের অন্তর্গত।


প্রশ্ন-৪. ‘মহাজাগতিক কিউরেটর’ কোন জাতীয় রচনা?

উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন জাতীয় রচনা।


প্রশ্ন-৫. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে সৌরজগতের কততম গ্রহের কথা বলা হয়েছে?

উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে সৌরজগতের তৃতীয় গ্রহের কথা বলা হয়েছে।


প্রশ্ন-৬. ক'জন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করছে?

উত্তর : দু’জন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করছে।


প্রশ্ন-৭. পৃথিবীতে কত কোষের প্রাণী আছে?

উত্তর : পৃথিবীতে এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী আছে।


প্রশ্ন-৮. সব প্রাণীর ডিএনএ কী দিয়ে তৈরি?

উত্তর : সব প্রাণীর ডিএনএ একই বেস পেয়ার দিয়ে তৈরি।


প্রশ্ন-৯. পৃথিবীতে কোন প্রাণী সভ্যতা গড়ে তুলেছে?

উত্তর : পৃথিবীতে মানুষ সভ্যতা গড়ে তুলেছে।


প্রশ্ন-১০. পৃথিবীতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রাণী কোনটি?

উত্তর : পৃথিবীতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রাণী হচ্ছে মানুষ।


প্রশ্ন-১১. পৃথিবীতে মানুষ কত মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে?

উত্তর : পৃথিবীতে মানুষ দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে।


প্রশ্ন-১২. মহাজাগতিক কিউরেটররা পিঁপড়াকে কোথায় তুলে নিয়ে গেল?

উত্তর : মহাজাগতিক কিউরেটররা পিঁপড়াকে গ্যালাক্সির অন্য গ্রহ-নক্ষত্রে তুলে নিয়ে গেল।


প্রশ্ন-১৩. নিউক্লিয়ার বোমা অন্য কী নামে পরিচিত?

উত্তর : নিউক্লিয়ার বোমা পারমাণবিক বোমা নামে পরিচিত।


প্রশ্ন-১৪. ‘গ্যালাক্সি’ (Galaxy) শব্দের অর্থ কী?

উত্তর : ‘গ্যালাক্সি’ (Galaxy) শব্দের অর্থ ছায়াপথ।


প্রশ্ন-১৫. জাদুঘরের তত্ত্বাবধায়ককে কী বলা হয়?

উত্তর : জাদুঘরের তত্ত্বাবধায়ককে কিউরেটর বলা হয়।


প্রশ্ন-১৬. লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী বলা হয় কাকে?

উত্তর : লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী বলা হয় ডাইনোসরকে।


প্রশ্ন-১৭. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে অত্যন্ত সুবিবেচক প্রাণী কোনটি?

উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে অত্যন্ত সুবিবেচক প্রাণী পিঁপড়া।


প্রশ্ন-১৮. মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে একে-অপরের ওপর কী ফেলছে?

উত্তর : মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে একে অপরের ওপর নিউক্লিয়ার বোমা ফেলছে।


প্রশ্ন-১৯. আলোকসংশ্লেষণ দ্বারা কারা খাবার সংগ্রহ করে থাকে?

উত্তর : আলোকসংশ্লেষণ দ্বারা গাছপালা খাবার সংগ্রহ করে থাকে।


প্রশ্ন-২০. মহাজাগতিক কিউরেটরদ্বয়ের মতে কোন দুটি জীবের গঠনে কোনো বৈচিত্র্য নেই?

উত্তর : মহাজাগতিক কিউরেটরদ্বয়ের মতে ভাইরাস ও ব্যাকটেরিয়া— এ দুটি জীবের গঠনে কোনো বৈচিত্র্য নেই।


প্রশ্ন-২১. কোন জাতীয় প্রাণীর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়?

উত্তর : সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়।


প্রশ্ন-২২. পিঁপড়া কোন যুগ থেকে বেঁচে আছে?

উত্তর : পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে।

Post a Comment

Previous Post Next Post