অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্তনালীর গায়ের অনৈচ্ছিক পেশী,হৃদপিন্ডের পেশী এবং অস্থিগাত্রের সাথে লাগানো ঐচ্ছিক কঙ্কাল পেশী নিয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে পেশিতন্ত্র বলে।
পেশিতন্ত্রের কাজ কি?
পেশিতন্ত্র কঙ্কালতন্ত্রের উপর একটি আচ্ছাদন তৈরি করে। পেশিসমূহ টেনডন নামক দৃঢ় ও স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জোগানোর ফলে পেশি সংকোচিত হয়। উদ্দীপনা অপসারণে পেশি পুনরায় শ্লথ বা প্রসারিত হয়। পেশির এই সংকোচন-প্রসারণের মাধ্যমেই নির্দিষ্ট অঙ্গ সঞ্চালিত হয়।
Post a Comment