কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি অংশ যা বহুকোষীয় জীবের সব অংশের কার্যক্রম পরিচালনা করে। এটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্রের বেশির ভাগ অংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত। এটি দেহের ‘ভাবুক’ বা ‘তথ্য প্রসেসর’ হিসেবে কাজ করে।


জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। নাসিকার আকৃতি কীরূপ?

উত্তর : নাসিকা সাধারণত ত্রিকোণাকৃতির হয়। 


২। অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?

উত্তর : অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে।


৩। যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে কোন টিকা দিতে হয়?

উত্তর : বি.সি.জি টিকা।


৪। কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে?

উত্তর : প্যাপিলোমা ভাইরাস।


৫। মানব শ্বসনতন্ত্রের অঙ্গগুলো কী কী?

উত্তর : মানব শ্বসনতন্ত্রের অঙ্গগুলো হলো– ১. নাসারন্ধ্র ও নাসাপথ; ২. গলনালি বা গলবিল; ৩. স্বরযন্ত্র; ৪. শ্বাসনালি; ৫. বায়ুনালি বা ব্রংকাস; ৬. ফুসফুস; ৭. মধ্যচ্ছদা।


৬। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

উত্তর : ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো তিন কার্বন বিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড।


৭। ক্রেবস চক্রের বিক্রিয়াসমূহ কোষের কোথায় সম্পন্ন হয়?

উত্তর : ক্রেবস চক্রের বিক্রিয়াসমূহ কোষের মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়।


৮। মানবদেহে পানির ভারসাম্য রক্ষা হয় কিভাবে?

উত্তর : মানবদেহে পানির ভারসাম্য রক্ষা হয় বৃক্কের অসমোরেগুলেশনের মাধ্যমে।


৯। CAM এর পূর্ণরূপ কি?

উত্তর : CAM এর পূর্ণরূপ হলো Crassulacean Acid Metabolism.


১০। অণুচারা বলতে কী বুঝ?

উত্তর : টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্র চারাকে বলা হয় অনুচারা। অণুচারাগুলো সাধারণত জীবাণুমুক্ত হয়ে থাকে।


১১। মাতৃউদ্ভিদ কাকে বলে?

যে উদ্ভিদের অঙ্গ বা বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, তাকে মাতৃউদ্ভিদ বলে।

Post a Comment

Previous Post Next Post