জেট ইঞ্জিনে সামনের দিকে বায়ু প্রবেশ করে। বায়ু আর জ্বালানি ঢুকে যথাক্রমে সংনমক আর গ্যাস টারবাইনের মধ্যে সংনমন ও দহনের কাজ সম্পন্ন হয়। এতে জেট ইঞ্জিন উচ্চ বেগসম্পন্ন হয় কিন্তু চাপ কমে যায়। ইঞ্জিনের পশ্চাতের নালীপথ দিয়ে তীব্র বেগে গ্যাস বের হওয়ার সময় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই গ্যাস যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা-ই ইঞ্জিনকে সামনের দিকে চালনা করে। অর্থাৎ বলা যায়, জেট ইঞ্জিন নিউটনের তৃতীয় গতিসূত্রের নিয়ম মেনে চলে।


এ সম্পর্কিত আরও কিছু প্রশ্নঃ–

  • জেট ইঞ্জিন কি?
  • বিমানের ইঞ্জিন কোথায় থাকে?
  • জেট ইঞ্জিন এর কার্যনীতি।
  • বিমানের ইঞ্জিন কয়টি?
  • জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
  • জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন?
  • জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
  • জেট ইঞ্জিনের জ্বালানি কি?


Post a Comment

Previous Post Next Post