যে বিমানের গতিবেগ শব্দের চেয়ে বেশি তাকে সুপারসনিক বিমান বলে। যেমন- কনকর্ড বিমান। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ উদ্যোগে প্রথম সুপারসনিক বিমান চালু হয়।


বিজ্ঞান (Science) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। কার্বন দূষণ বলতে কি বুঝায়?

উত্তর : কার্বন দূষণ (Carbon Pollution) বলতে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকেই বুঝায়।


২। পানি কিভাবে দূষিত হয়?

উত্তর : বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে। যেমন–

i. বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশুপাখির বর্জ্য পানিতে মেশে এবং পানি দূষিত হয়।

ii. নগরায়ন ও শিল্পায়নের ফলে পয়োনিষ্কাশন ও শিল্পবর্জ্য বিভিন্ন উপায়ে পানির সাথে মিশে পানি দূষিত করে।

iii. অধিক ফসল ফলানোর জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার করা হয়, যা বিভিন্নভাবে পানিতে মিশে পানি দূষিত করে।

iv. এছাড়াও পানিতে বাঁশ, বেত, পাট, গরু, মহিষ, ছাগল ইত্যাদি গোসল করানোর ফলে পানি দূষিত হয়।


৩। হাইব্রিড গাড়ি কাকে বলে?

উত্তর : যে গাড়ি তেল ও বিদ্যুৎ দুই ধরনের জ্বালানি দিয়ে চলতে পারে, সে গাড়িকে হাইব্রিড গাড়ি বলে।


৪। উত্তর গোলার্ধ কাকে বলে?

উত্তর : পৃথিবীর উত্তরের অর্ধেক অংশকে উত্তর গোলার্ধ বলে।


৫। কীটনাশক কী?

উত্তর : কীটনাশক একটি রাসায়নিক পদার্থ, যা ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।

Post a Comment

Previous Post Next Post