সর্বজনবোধ্য চলিত ভাষাকে প্রমিত চলিত ভাষা বলে। অঞ্চলভেদে মানুষ মুখে মুখে আঞ্চলিক ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকে। এক অঞ্চলের মুখের ভাষা অন্য অঞ্চলের মানুষ বুঝতে পারে না। কিন্তু সর্বজনবোধ্য যে চলিত ভাষায় বিভিন্ন অঞ্চলের মানুষ মনের ভাব প্রকাশ করে সে ভাষাই প্রমিত চলিত ভাষা হিসেবে স্বীকৃত। প্রমিত চলিত ভাষা আঞ্চলিকতা ও সাধুরীতির আড়ম্বরমুক্ত। এ ভাষা সকলের কাছেই গ্রহণযোগ্য। প্রমিত চলিত ভাষা অধিক ব্যবহৃত হয় লেখ্য ভাষা হিসেবে।

উদাহরণ :

  • এক জন মানশের দুইডা পোলা আছিল। (ঢাকা)
  • অগ্গুয়া মানশের দুয়া পোয়া আছিল। (চট্টগ্রাম)
  • এক মানুশর দুই পুয়া আছিল। (সিলেট)
  • একজন লোকের দুটি ছেলে ছিল। (প্রমিত)।


আরো পড়ুনঃ–

১। আঞ্চলিক ভাষা কাকে বলে? আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য কি কি?

Post a Comment

Previous Post Next Post