যুত ও ঘনীভবন পলিমারকরণের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
যুত পলিমারকরণ১. যে পলিমারকরণ প্রক্রিয়ায় কোনো ক্ষুদ্র পদার্থের অপসারণ ব্যতীত মনোমার অণুসমূহ পরপর যুক্ত হয়ে দীর্ঘ শিকল পলিমার গঠন করে তাকে যুত পলিমারকরণ বলে।
২. সাধারণত দ্বিবন্ধনযুক্ত যৌগে যুত পলিমারকরণ ঘটে।
ঘনীভবন পলিমারকরণ
১. যে প্রক্রিয়ায় ক্ষুদ্র পদার্থের অণু অপসারিত হয়ে ঘনীভবনের মাধ্যমে পলিমারকরণ ঘটে তাকে ঘনীভবন পলিমারকরণ বলে।
২. সাধারণত দুটি কার্যকরী মূলক বিশিষ্ট একই বা ভিন্ন মনোমারের মধ্যে এ বিক্রিয়া ঘটে।
Post a Comment