যেসব জীব খালি চোখে দেখা যায় না এবং নির্দিষ্ট কেন্দ্রিকযুক্ত সুগঠিত নিউক্লিয়াসবিহীন তাদেরকে অণুজীব বলে। আর এসব অণুজীব নিয়ে গঠিত জগৎকে অণুজীব জগৎ বলে।

অণুজীবজগৎকে বিজ্ঞানীরা তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। এগুলো হলো–

i. রাজ্য-১ : এক্যারিওটা বা অকোষীয়

ii. রাজ্য-২ : প্রোক্যারিওটা বা আদিকোষী

iii. রাজ্য-৩ : ইউক্যারিওটা বা প্রকৃতকোষী।

Post a Comment

Previous Post Next Post