পেনিসিলিয়াম হলো নিম্নশ্রেণীর উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ সাধারণত স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এসব উদ্ভিদের দেহকোষের কিছু অংশ পরিবর্তিত হয়ে অণুবীজ বা স্পোরবাহী থলি বা অঙ্গ উৎপন্ন করে। এই অঙ্গের ভেতরে উৎপাদিত স্পোরের মাধ্যমেই এদের বংশবৃদ্ধি পায়।

Post a Comment

Previous Post Next Post