আদর্শ কশেরুকা হলো সকল কশেরুকার মৌলিক গড়নের উপর প্রতিষ্ঠিত কশেরুকা। মানুষের মধ্য-বক্ষদেশীয় ৪টি কশেরুকা (৩য়-৬ষ্ঠ) হলো আদর্শ কশেরুকা। যাদের প্রত্যেকটির গঠন প্রায় একই রকম। এটি সেন্ট্রাম, ট্রান্সভার্স প্রসেস, প্রিজাইগাপোফাইসিস, পোস্টজাইগাপোফাইসিস, নিউরাল নালি, নিউরাল আর্চ, নিউরাল কাঁটা নিয়ে গঠিত।


বক্ষপিঞ্জর বলতে কী বোঝায়?

দেহের পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা ও অন্যদিকে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি দান করে তাকে বক্ষপিঞ্জর বলে। মানুষের বক্ষপিঞ্জর ১টি স্টার্নাম, ১২ জোড়া পর্শুকা এবং ১২টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বক্ষপিঞ্জরের ভেতরে সুরক্ষিত থাকে।

Post a Comment

Previous Post Next Post