ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি, তরুণাস্থি ও লিগামেন্ট সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের প্রধান কাঠামো গঠন, দৃঢ়তা দানসহ অভ্যন্তরীণ নরম অঙ্গাদি রক্ষা, দেহের ভারবহন এবং পেশি সংযোজনের যে উপযুক্ত স্থান সৃষ্টি করে তাই হলো কঙ্কালতন্ত্র।


অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশির মধ্যে পার্থক্য কি?

অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি এদের মধ্যে বেশকিছু পার্থক্য লক্ষ করা যায়:

  • অনৈচ্ছিক বা মসৃণ পেশির মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি দাগ দেখা যায় না। কিন্তু হৃদপেশির মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে।
  • অনৈচ্ছিক পেশিকলার সংকোচন ও প্রসারণ তুলনামূলকভাবে ধীর গতিসম্পন্ন। অপরদিকে, হৃদপেশির সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত।
  • হৃদপেশির কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক ধরনের অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে, যা ইন্টারক্যালেটেড ডিস্ক নামে পরিচিত। পক্ষান্তরে, অনৈচ্ছিক পেশিতে এ ধরনের কোনো ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না।

Post a Comment

Previous Post Next Post