যে সকল পদার্থ আকরিকের সাথে মিশালে আকরিকের গলনাঙ্ক হ্রাস পায় সে সকল পদার্থকে বিগালক বলে। অ্যালুমিনার গলনাঙ্ক 2050°C। কিন্তু এর সাথে ক্রায়োলাইট মিশিয়ে দিলে 900-1000°C তাপমাত্রায় অ্যালুমিনা গলে যায়। এক্ষেত্রে ক্রায়োলাইট হলো বিগালক।


শিলা ও খনিজের মধ্যে পার্থক্য কি?

খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত।

Post a Comment

Previous Post Next Post