নির্দিষ্ট সময় অন্তর যদি কোনো পরিবর্তনশীল বলের মান এবং দিক একই থাকে তাহলে এ বলকে পর্যাবৃত্ত বল বলে। এ পর্যাবৃত্ত বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুটি প্রথমে তার নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ অনিয়মিতভাবে কম্পিত হওয়ার পর বস্তুটি প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে স্পন্দিত হতে থাকে। পর্যাবৃত্ত বল যতক্ষণ বস্তুর উপর ক্রিয়াশীল থাকে বস্তুটি ততক্ষণ প্রযুক্ত বলের কম্পাঙ্কে স্পন্দিত হতে থাকে। এই ধরনের কম্পনকে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে।


শব্দের বেগ কিসের উপর নির্ভর করে?

শব্দের বেগ মাধ্যমের ঘনত্ব, প্রকৃতি, তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। ঘনত্ব ও তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায়। যেমন: প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতি ০.৬ সে/মি বৃদ্ধি পায়।
আবার, কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে, তরল মাধ্যমে তার চেয়ে ধীরে চলে। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম এবং শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।

Post a Comment

Previous Post Next Post