মাল্টিমিডিয়া (Multimedia) শব্দটির আভিধানিক অর্থ হলাে বহু মাধ্যম। কাজেই মাল্টিমিডিয়া বলতে এমন একটি সম্বলিত ব্যবস্থাকে বোঝায় যাতে একাধিক মিডিয়া (যেমন- লেখা বা টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে সচল, সজীব ও আকর্ষণীয় ভুবন তৈরি করা যায়।
সাধারণ ভাবে মাল্টিমিডিয়া বলতে অনেক ধরনের মাধ্যমকে একটি নির্দিষ্ট কাঠামােতে উপস্থাপন করাকে বােঝায়। এই মাধ্যম যে কোনাে ধরনের হতে পারে যেমন টেক্সট, গ্রাফিক্স, অডিও, অ্যানিমেশন, ভিডিও, ডাটা ইত্যাদি। সব ধরনের তথ্য যা আমরা যে কোনাে মাধ্যম হতে সংগ্রহ করি তাই মাল্টিমিডিয়া। যেমন টেলিভিশন থেকে, ম্যাগাজিন থেকে, ওয়েবপেজ থেকে, বিভিন্ন প্রকার চলচ্চিত্র থেকে যে সকল তথ্য পাওয়া যায় তাই মাল্টিমিডিয়া।

মাল্টিমিডিয়ার একটি ভালাে উদাহরণ হলাে ওয়েবপেজ যেখানে বিভিন্ন ধরনের টেক্সট এর সাথে অডিও ফাইল চালানাের জন্য অডিও প্লেয়ার, ভিডিও চালানাের জন্য ভিডিও প্লেয়ার, বিভিন্ন রকম ফ্ল্যাশ অ্যানিমেশন যুক্ত থাকে, যা ওয়েবপেজের আকষর্ণীয় করে তােলে।

Post a Comment

Previous Post Next Post