প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) হলো প্রেজেন্টেশনের জন্য আগে থেকে তৈরি করা বিভিন্ন প্রেজেন্টেশন ডকুমেন্ট ফাইল, যাতে নানা রকমের টেক্সট, ইমেজ, এনিমেশন ও ইফেক্ট যুক্ত থাকে। কম্পিউটারে পাওয়ার পয়েন্টে এ ধরনের প্রচুর সুন্দর সুন্দর প্রেজেন্টেশন টেমপ্লেট যুক্ত রয়েছে। তৈরিকৃত টেমপ্লেটকে ইচ্ছে মতো অল্প বা অধিক পরিবর্তন করে ব্যবহার করা যায়।
প্রেজেন্টেশন টেমপ্লেট ব্যবহারের নিয়ম:
ধাপ-১ঃ Microsoft Office Power Point 2007 open করে office Button- এ ক্লিক করতে হবে। ফলে Office Button- এর কমান্ড লিস্টটি প্রদর্শিত হবে।
ধাপ-২ঃ এখানে New সিলেক্ট করতে হবে।
ধাপ-৩ঃ New Presentation ডায়ালগ বক্সে Installed Templates সিলেক্ট করলে বিভিন্ন ধরনের Template প্রদর্শিত হবে।
ধাপ-৪ঃ এখানে থেকে প্রয়োজনীয় টেমপ্লেটটি সিলেক্ট করে Create বাটনে ক্লিক করতে হবে। ফলে টেমপ্লেটটি পাওয়ার পয়েন্টে ওপেন হবে। এবার এটিকে ইচ্ছেমতো Customized করে ব্যবহার করা যাবে।
প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) বলতে কী বোঝায়?
Rifat Hasan Rabbi
0
Comments
Tags
কম্পিউটার
Post a Comment