নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবােধ রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা । এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।
উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবােধ অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।
নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবােধ রচনা
মনুষ্যত্বের সাথে নৈতিকতার বিশেষ সম্পর্ক রয়েছে। মানুষের জীবনের সাধনা হলাে মনুষ্যত অর্জনের সাধনা। সততা, ন্যায়পরায়ণতা, শখলাবােধ ইত্যাদির সমন্বয়েই নৈতিকতার স্বরূপ প্রকাশিত হয়। আর নৈতিকতাই সামাজিক মূল্যবােধ তৈরিতে ভূমিকা পালন করে। নীতি আদর্শ দ্বারা পরিচালিত সমাজব্যবস্থাই সামাজিক মূল্যবােধের ফসল। যে সমাজে কোনাে অন্যায় থাকবে না, অনাচার থাকবে না। ঘুষ, দুনীতি, বএনা, শােষণ, স্বার্থপরতা এসব থেকে সমাজ মুক্ত থাকলেই তাতে সামাজিক মূল্যবােধ প্রতিফলিত হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে সামাজিক মূল্যবােধ চরমভাবে ভূলুষ্ঠিত হয়েছে। অফিস-আদালত, রাস্তা-ঘাট, হাট-বাজার, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই এর ঘাটতি লক্ষ করা যায়। তাই সামাজিক মূল্যবােধের অবক্ষয় বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা যায় কিন্তু এর উন্নতি তাে দুরের কথা, দিন দিন এ সমস্যা আরাে প্রকট হচেছ সরকার সামাজিক মূল্যবােধের অবক্ষয় রােধে নানা ধরনের কৌশল ও নীতি প্রণয়ন করেও তা রােধ করতে পারছে না। আমাদের দেশের ক্রমবর্ধমান দারিদ্র্য, জনসংখ্যার আধিক্য, বেকারত্ব, অশিক্ষা, রাজনৈতিক সংকট ও মাদকের সহজলভ্যতা সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের অন্যতম কারণ এ থেকে পরিত্রাণের জন্য সামাজিক আন্দোলন, শিক্ষার প্রসার ও সচেতনতা সট করতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয়ের ফলে এক কমান্বয়ে হারিয়ে যেতে পারে ধবংসের অতল গহবরে।( নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবােধ রচনা)
অনুচ্ছেদ রচনা:
Post a Comment