ডিজিটাল বাংলাদেশ   রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা । এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই ডিজিটাল বাংলাদেশ  অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।

 

 ডিজিটাল বাংলাদেশ   রচনা

উত্তর: ডিজিটাল বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভাবনার নাম। বর্তমানে বাংলাদেশে এ ধারণাটি বেশ আলােড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ’ বলতে মূলত বােঝায় দেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তােলার একটি সুনির্দিষ্ট প্রত্যয়কে। ২০২১ সালে উদ্যাপিত হবে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ের মধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তােলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি নিঃসন্দেহে একটি সময়ােচিত পদক্ষেপ। তবে এ বিষয়ে স্বপ্ন দেখা যতটা সহজ তাকে বাস্তব রপ প্রদান করা ততটাই কঠিন। একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন তা পরিপূর্ণভাবে ই-স্টেট'-এ পরিণত হবে। অর্থাৎ ওই দেশের। যাবতীয় কার্যাবলি যেমন: সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে একটি আধুনিক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা। শাসনব্যবস্থার প্রতিটি ধাপে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা হবে। সুতরাং, ডিজিটাল বাংলাদেশ গড়ার লতিতে। হলাে তথ্যপ্রযুক্তির শক্তিশালী কাঠামাে। বাংলাদেশ ধীরে ধীরে এই বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। তবে এখনাে অনেকগুলাে গুরুতপণ বিষয়ে । শতভাগ অগ্রগতি লাভ করতে পারিনি। তথ্যপ্রযুক্তিকে উওমরণে রয় করার জন্য প্রযুক্তিজ্ঞান থাকা একান্ত জরুরি। এ বিষয়েও আমাদের দৃর্বলতা রয়েছে। আশার কথা হলাে, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বেশ দ্রুত ঘটছে। জীবনের নানা প্রয়ােজনীয় কাজে আমরা ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর হয়ে। পড়েছি। এই প্রযুক্তি নির্ভরতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে।


অনুচ্ছেদ রচনা:


Post a Comment

Previous Post Next Post