যেসব যৌগের অণুতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে এসিড বলে। মিথেনের রাসায়নিক সংকেত হলো CH4। মিথেনে ৪টি হাইড্রোজেন পরমাণু আছে। কিন্তু মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে না। তাই মিথেন এসিড নয়।
Post a Comment