মোটরে ইনপুট হিসেবে বৈদ্যুতিক শক্তি এবং আউটপুট হিসেবে যান্ত্রিক শক্তি থাকে। যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে মোটর বলে। আর যে মোটরে তিন ফেজ এসি সরবরাহ দেয়া হয় এবং ইন্ডাকশন নীতিতে ঘোরে তাকে তিন ফেজ ইন্ডাকশন মোটর (Phase Induction Motor) বলে।

Post a Comment

Previous Post Next Post