শরীরের যে স্থানে Cancer-এর আশঙ্কা রয়েছে বলে মনে করা হয় সে স্থান থেকে যৎসামান্য কোষকলা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এ পরীক্ষাকে বলা হয় বায়োপসি টেস্ট (Biopsy Test)। ক্যান্সার চিকিৎসায় বায়োপসি বহুল প্রচলিত একটি টেস্ট।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। প্লীহার সঞ্চালনে অংশগ্রহণকারী পেশীর গঠন ব্যাখ্যা করো।
উত্তরঃ প্লীহার সঞ্চালনে অংশগ্রহণকারী পেশী হলো অনৈচ্ছিক পেশি। পেশির কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এজন্য এদের মসৃণ পেশীও বলা হয়।
প্রশ্ন-২। প্রজাতি কি?
উত্তরঃ প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের একটি মৌলিক এবং সর্বনিম্ন একক, যা দ্বিপদ নামকরণের মাধ্যমে প্রকাশ করা হয়।
প্রশ্ন-৩। একগুচ্ছ ও বহুগুচ্ছ পরাগদন্ড কাকে বলে?
উত্তরঃ যে পরাগদন্ড এক গুচ্ছে থাকলে তাকে একগুচ্ছ পরাগদন্ড বলে। আর যে পরাগদন্ড বহু গুচ্ছে থাকলে তাকে বহুগুচ্ছ পরাগদন্ড বলে।
প্রশ্ন-৪। লসিকাতন্ত্র কি?
উত্তরঃ যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাই হলো লসিকাতন্ত্র।
প্রশ্ন-৫। হিমোসিল কাকে বলে?
উত্তরঃ অর্থ্রোপোডা পর্বের কোনো কোনো সদস্যদের দেহে রক্তপূর্ণ গহ্বর থাকে তাকে হিমোসিল বলে।
প্রশ্ন-৬। লোকাস কি?
উত্তরঃ লোকাস (Locus) হলো ক্রোমোসোমের একটি নির্দিষ্ট স্থান যেখানে জিন অবস্থান করে।
প্রশ্ন-৭। ডোপামিন কি?
উত্তরঃ ডোপামিন হলো স্নায়ুকোষ কর্তৃক তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ।
প্রশ্ন-৮। বিশুদ্ধ খাদ্য কাকে বলে? বিশুদ্ধ খাদ্যে কয়টি উপাদান থাকে?
উত্তরঃ যেসকল খাদ্যে শুধুমাত্র একটি পুষ্টি উপাদান থাকে, তাদেরকে বিশুদ্ধ খাদ্য বলে। যেমন– চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না।
প্রশ্ন-১০। উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি থেকে যেসব উপাদান সংগ্রহ করে সেগুলোকে উদ্ভিদের খনিজ পুষ্টি বলে। এ উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। এদের যেকোনো একটির অভাব হলে উদ্ভিদে এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়।
Post a Comment