কোনো কোষ বিভাজিত হওয়ার পর যে নতুন কোষ উৎপন্ন হয় তাদেরকে অপত্য কোষ (Daughter cell) বলে।


জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। পৌষ্টিকতন্ত্র কাকে বলে?

উত্তরঃ যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে পৌষ্টিকতন্ত্র বলে। এ তন্ত্রটি পৌষ্টিকনালি ও কয়েকটি গ্রন্থির সমন্বয়ে গঠিত।


প্রশ্ন-২। অ্যান্টিবায়োসিস কাকে বলে?

উত্তরঃ একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্থ হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে। অণুজীব জগতে এই ধরনের সম্পর্ক বেশি দেখা যায়।


প্রশ্ন-৩। ক্রোমাটিন জালিকা কাকে বলে?

উত্তরঃ নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত সূক্ষ্ম সুতার মতো অংশকে ক্রোমাটিন জালিকা বলে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়ে ক্রোমোজমে পরিণত হয়।


প্রশ্ন-৪। কিউটিকল কাকে বলে?

উত্তরঃ উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে, এ আবরণকে কিউটিকল বলে।


প্রশ্ন-৫। প্রস্বেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়?

উত্তরঃ পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ প্রস্বেদন সম্পন্ন হয়।


প্রশ্ন-৬। কোষের কোণ অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে? ব্যাখ্যা করো।

উত্তরঃ কোষের সেন্ট্রোজোমের সেন্ট্রিওল অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলের অনুনালিকাগুলোর প্রান্ত দুটি একত্রিত হয় এবং মাঝখানটা প্রশস্থ থাকে। এ ধরনের গঠনকে তখন মাকুর মতো দেখায় যাকে স্পিন্ডল যন্ত্র বলে।


প্রশ্ন-৭। প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? ব্যাখ্যা করো।

উত্তরঃ রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। কারণ প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়াও রাইবোজোম একই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে।


প্রশ্ন-৮। অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব কাকে বলে?

উত্তরঃ তীব্র বা উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব (aposition or mosaic image) বলে।


প্রশ্ন-৯। পুষ্পাক্ষ কাকে বলে?

উত্তরঃ ফুলের বৃন্তশীর্ষে অবস্থিত একটি গোলাকার স্তবক যার উপর ফুলের বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।


প্রশ্ন-১০। সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে?

উত্তরঃ মৃদু বা স্তিমিত আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সুপারপজিশন প্রতিবিম্ব (super position image) বলে।

Post a Comment

Previous Post Next Post