MDG এর পূর্ণরুপ Millennium Development Goals

SDG এর পূর্ণরুপ Sustainable Development Goals

MDG হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্তগ্রহণ করা। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (MDG) বা Millennium Development Goal নামে পরিচিত।


MDG এর লক্ষ্য ছিল ৮ টি। যথাঃ

১. চরম দারিদ্র ও ক্ষুধা দূর করা,

২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,

৩. নারী-পুরুষের বৈষম্য দূর করা,

৪. শিশুমৃত্যুর হার হ্রাস করা,

৫. মাতৃস্বাস্থ্যের উন্নতি,

৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের বিস্তার রোধ করা,

৭. টেকসই উন্নয়ন নীতিমালা এবং পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা,

৮. উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব তৈরি করা।

Post a Comment

Previous Post Next Post