সার্ভিস এন্ট্রান্স (Service Entrance) হলো বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে ব্যবহারকারীর বিল্ডিং বা ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত বৈদ্যুতিক এনার্জি নেওয়ার পদ্ধতি। বৈদ্যুতিক বিধি অনুসারে সার্ভিস এন্ট্রান্স সরবরাহকারীর সম্পদ এবং এতে গ্রাহকের হাত দেওয়া, কোনো কাজ করা, মেরামত করা নিষেধ। আমাদের দেশে গ্রাহকের কাছ থেকে খরচ নিয়ে পিডিবি, পল্লি বিদ্যুৎ এ ধরনের অন্যান্য সংস্থা সার্ভিস লাইন দেওয়ার কাজ করে থাকে।
সার্ভিস এন্ট্রান্স কাকে বলে? What is called Service Entrance?
Rifat Hasan Rabbi
0
Comments
Tags
Electronics
Post a Comment