বর্তমান সময়ে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। আর সেটার চাহিদা কয়েক গুন বেড়ে গিয়েছিলো যখন ডিস লাইনের মাধ্যমে দেশি বিদেশি টিভি চ্যানেল গুলো মানুষ খুব সহজেই দেখতে পাচ্ছিলো। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ আরো উন্নত প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে আনন্দটাকে আরো সাবলীল করতে চায়।আর আমাদের বিনোদনের সেই সাবলীল দায়িত্ব যেন আকাশ ডিটিএইচ নিজে নিয়ে নিয়েছে।
ডিস লাইনে অনেক চ্যানেল পাওয়া গেলেও সেগুলোর মান এবং সংখ্যা দুই-ই কম ছিল।পুরাতন প্রযুক্তির ফলে ছবির মান ও খুব ভালো আসতো না। আর বড় ডিসপ্লে তে তো সুন্দর কোয়ালিটির ছবি ছাড়া বেমানান। আর এসব সমস্যা গুটিয়ে উন্নত সার্ভিস নিয়ে এলো আকাশ ডিটিএইচ, যার সংযোগ প্রচলিত ডিস সংযোগের থেকে আলাদা।
চলুন জেনে নেওয়া যাক, আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা সম্পর্কে বিস্তারিত।
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস কি? (What is Akash DTH in Bengali/Bangla?)
আকাশ ডিটিএইচ হলো বেক্সিমকো (BEXIMCO) কোম্পানির মালিকানাধীন একটি স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু হোম ডিস সার্ভিস। যা প্রায় তারবিহীন একটি প্রযুক্তির মাধ্যমে সরাসরি ডিস এন্টেনা বা ছাতার মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযুক্ত। যেহেতু এটি স্যাটেলাইট থেকে সরাসরি গ্রাহকের ঘরে থাকা রিসিভারে পৌঁছায়, তাই এর নাম দেয়া হয়েছে ডিরেক্ট টু হোম।
আকাশ এর সেবা পেতে কিছু যন্ত্রাংশের দরকার পড়ে যেমন সেটটপ বক্স, ডিস যা আকাশ সরবরাহ করে থাকে। আকাশ ডিটিএইচ নিজের বাসার ছাদে বা ফাকা যায়গায় স্থাপন করা যায় এবং এর থেকে হাই কোয়ালিটির ছবি উপভোগ করা যায় কোনো ঝামেলা ছাড়াই।
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা এর সুবিধা কি? (What are Benifits of Akash DTH?)
ডিস লাইন যেমন প্রতিটি মানুষের হাতের নাগালে দেশি বিদেশি টিভি চ্যানেল এনে দিয়েছে ঠিক তেমন ভাবেই এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আগের দিনের সাধারণ ক্যাবল ভিত্তিক ডিস লাইনে ভালো মানের ছবি পাওয়া যায়না। তাই বড় স্ক্রিনের টিভিতে ছবি খুব একটা ভালো দেখায় না। অনেক টিভি চ্যানেলই এখন HD কোয়ালিটির ভিডিও সম্প্রচার করছে। কিন্তু সাধারণ ডিস লাইনের কারনে HD দেখা যায়না। ডিটিএইচ(ডিরেক্ট টু হোম)প্রযুক্তি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে।
ডিরেক্ট টু হোম পদ্ধতিতে আপনি বড় স্ক্রিনের টিভিতেও হাই কোয়ালিটির ভিডিও ও শব্দ উপভোগ করতে পারবেন।আকাশ ডিটিএইচ এ পাওয়া যাবে এইচডি কোয়ালিটির ক্লিয়ার পিকচার ও সাউন্ড।ঝড় বৃষ্টির সময় ডিস লাইন চলে যাওয়ার যে বিভ্রাট সেটা থেকে মুক্তি পাওয়া যাবে আকাশ ব্যবহারে।এছাড়াও ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোতে আগামী ৭দিনের প্রোগ্রামের উপর ভিত্তি করে শিডিউল ও গাইড রয়েছে, যা নির্দিষ্ট প্রোগ্রাম অনুসরণ করা অনেকটাই সহজ করে দেয়।
এছাড়া কিছু কিছু প্যাকেজে আপনি চাইলে আপনার পছন্দের টিভি প্রোগ্রাম রেকর্ড করে রেখে পরবর্তীতে চালু করে দেখতে পারবেন। ফলে কোনো অনুষ্ঠান মিস হয়ে গেলেও পরে দেখে নিতে পারবেন। এসবের পাশাপাশি প্রিয় চ্যানেল লিস্ট করার সুবিধা তো রয়েছেই। আরো স্পেশালি রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল এর মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার মাধ্যমে বাচ্চারা টিভি দেখার সময় যেকোনো চ্যানেল চাইলেই হাইড করে রাখা যাবে।
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস এন্টেনা এর দাম কত? (AKash DTH Pricing)
আকাশ ডিটিএইচ বর্তমানে কেনা যাবে সর্বনিম্ন ৩,৯৯৯টাকায়। এই প্যাকেজে দেওয়া থাকবে–
- পাওয়ার সাপ্লাই ইউনিটসহ একটি সেট টপ বক্স,
- রিমোট কন্ট্রোল ইউনিট,
- এইচডিএমআই ক্যাবল,
- এসেসরিজসহ একটি ডিস,
- সিংগেল পোর্ট এলএনবি,
- দুইটি কানেক্টর ও
- একটি ১০মিটার ক্যাবল।
ইন্সটল এর পর প্রথম ৫-৭দিন বিনামূল্যে দেখা যাবে।
আবার লং টার্ম রিচার্জে বিশেষ সুবিধা পাওয়া যাবে। ৬মাসের জন্য রিচার্জে অতিরিক্ত ১মাসের জন্য ফ্রিতে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ১২মাসের জন্য রিচার্জে পাওয়া যাবে অতিরিক্ত ২মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন। এই অফারটি পেতে রিচার্জের পর শুধু হেল্পলাইন নাম্বার 16442 নাম্বারে কল করে জানালেই হবে।
যে কোনো রেজিস্টার্ড সাবস্ক্রাইবার যখন কোনো অনুমোদিত ডিলার এর কাছ থেকে নতুন আকাশ কাস্টমার প্রিমিসিস ইকুইপমেন্ট কিনেন, তখন ১বছরের জন্য রিপেয়ার ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়।
একজন ব্যাক্তি একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ ৩টি আকাশ প্রোডাক্ট কিনতে পারবেন।
কেনার সময়
- ১ কপি পাসপোর্ট সাইজ কালার ছবি ও
- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
আকাশ ডিটিএইচ এর আপডেট দাম জানতে অবশ্যই কেনার আগে তাদের ওয়েবসাইট চেক করুন।
আকাশ ডিটিএইচ কিনে সেটাপ করার পর এবার মূল কাজ হচ্ছে আপনার চাহিদা সম্পন্ন এবং পছন্দসই একটি প্যাকেজ সিলেক্ট করা। এসব প্যাকেজের উপর মাসিক বিল ও চ্যানেল সংখ্যা নির্ভর করবে।
আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজসমুহ হলোঃ
- আকাশ লাইটঃ আকাশ লাইট প্যাকেজে ২০টি এইচডি চ্যানেলসহ মোট ৭০টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক ২৪৯টাকা বিল দিতে হবে
- আকাশ লাইট প্লাসঃ আকাশ লাইট প্লাস প্যাকেজে ২৬টির অধিক এইচডি চ্যানেলসহ মোট ৯০টি চ্যানেল পাওয়া যাবে, যার বিল ৩০০টাকা প্রতি মাসে
- আকাশ স্ট্যান্ডার্ডঃ আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে ৪০টির অধিক এইচডি চ্যানেলসহ মোট ১২০টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক ৩৯৯টাকা বিল দিতে হবে।
আকাশ ডিটিএইচ কিভাবে কিনবেন? (How to buy Akash DTH?)
আকাশ ডিটিএইচ কেনার একাধিক উপায় রয়েছে। প্রথমত আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট থেকে কেনা যাবে এই সেবা। অর্ডার করার পর ঘরে এসেই সম্পূর্ণ বিনামূল্যে সেটাপ করে দেওয়া হবে আপনার আকাশ সেট টপ বক্স।
ওয়েবসাইটের পাশাপাশি অনুমোদিত ডিলার এর কাছ থেকেও আকাশ ডিস লাইন সেটাপ করে নিতে পারেন। এছাড়াও ইএমআই এর মাধ্যমে কিস্তিতেও আকাশ ডিটিএইচ কেনার সুবিধা রয়েছে।
আকাশ ডিস চ্যানেল – Akash Dish Channel
আকাশের চ্যানেলের সংখ্যা বিভিন্ন প্যাকেজের উপর ভিত্তি করে কম বা বেশি হয়ে থাকে। যেমন আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে সাবস্ক্রাইব করলে ৪০টির অধিক এইচডি চ্যানেল ও মোট ১২০টি চ্যানেল দেখতে পারবেন।তার মধ্যে উল্লেখযোগ্য চ্যানেলসমুহ হলোঃ
- বিটিভি (BTV)
- ইন্ডিপেনডেন্ট টিভি (Independent TV)
- এটিএন বাংলা (ATN Bangla)
- চ্যানেল আই এইচডি (Channel I HD)
- এনটিভি (NTV)
- এশিয়ান টিভি এইচডি (Asian TV HD)
- একাত্তর টিভি এইচডি (Ekattor TV HD)
- গাজী টিভি এইচডি (Gazi TV HD)
- বিবিসি নিউজ এইচডি (BBC News HD)
- যমুনা টিভি (Jamuna TV)
- দীপ্ত টিভি এইচডি (Dipto TV HD)
- নিউজ ২৪ এইচডি (News 24 HD)
- বাংলা টিভি এইচডি (Bangla TV HD)
- নাগরিক টিভি এইচডি (Nagorik TV HD)
- দুরন্ত টিভি এইচডি (Duronto TV HD)
- আনন্দ টিভি (Ananda TV)
- ষ্টার জলসা এইচডি (STAR Jalsha HD)
- জি বাংলা এইচডি (Zee Bangla HV)
- কালার বাংলা (Colors Bangla)
- সনি ৮ (Sony Aath)
- রুপসী বাংলা (Ruposhi Bangla TV)
- আকাশ ৮ (Akash 8)
- ষ্টার প্লাস (Star Plus)
- কালার্স এইচডি
- সনি ইন্ডিয়া
- সনি সাব
- সনি ম্যাক্স
- পোগো টিভি
- কারটুন নেটওয়ার্ক এইচডি
- ডিসকভারি
- ন্যাশনাল জিওগ্রাফি, ইত্যাদি।
আকাশ ডিটিএইচ রিচার্জ – Akash DTH Recharge
মাসিক বিল প্রদানে অবশ্যই আগে থেকেই রিচার্জ করে রাখতে হবে।রিচার্জ করা ছাড়া মাসিক বিল দেওয়া সম্ভব নয়। একাধিক উপায়ে আকাশ ডিটিএইচরিচার্জ করতে পারবেন। আকাশ ডিটিএইচ এরিচার্জ মেথডসমুহ হলোঃ
- নেক্সাস পে
- বিকাশ অ্যাপ
- বিকাশ ইউএসএসডি
- রকেট অ্যাপ
- রকেট ইউএসএসডি
- সিউর ক্যাশ অ্যাপ
- সিউর ক্যাশ ইউএসএসডি
- নগদ অ্যাপ সহ আরো বিভিন্ন মাধ্যমে।
এ বিষয়ে বিস্তারিত জানতে আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট ভিজিট করুন।
আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার – Akash DTH Helpline
আকাশ DTH এর হেল্পলাইন নাম্বারসমুহ হলোঃ
16442
09609999000
এছাড়াও ইমেইল করা যাবে support@akashdth.com এই ঠিকানায়।
ওয়েবসাইটে গিয়েও লিখা যাবে আকাশ ডিটিএইচ বরাবর।
Tags :
আকাশ দথ ২৪৯ টক চ্যানেল লিস্ট; আকাশ Price in Bangladesh; আকাশ ডিটিএইচ Price in Bangladesh 2022; আকাশ প্যাকেজ; আকাশ ডিস সেটিং; আকাশ ডিটিএইচ কোথায় পাওয়া যাবে; ডিটিএইচ বাংলাদেশ; AKASH TV; আকাশ হেল্প লাইন; আকাশ রিচার্জ; আকাশ টিভি সংযোগ; আকাশ লাইট চ্যানেল লিস্ট; আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট ২০২১; আকাশ ডিস চট্টগ্রাম; আকাশ ডিস প্যাকেজ; আকাশ ডিস Price in Bangladesh; আকাশ ডিস প্যাকেজ ২০২২; আকাশ ডিস হেল্প লাইন; আকাশ ডিস বিল; আকাশ ডিস সিলেট; আকাশ ডিস খুলনা; আকাশ ডিস এর সুবিধা; আকাশ ডিস রিচার্জ; আকাশ ডিস চ্যানেল লিস্ট; আকাশ ডিস ডিলার।
Post a Comment