যে পানিতে নানা প্রকার রোগজীবাণু, ময়লা-আবর্জনা ইত্যাদি থাকে এবং পান করলে আমাদের রোগ হয় তাকে দূষিত পানি বলে।


দূষিত পানির বৈশিষ্ট্য কি কি?

নিচে দূষিত পানির বৈশিষ্ট্য দেওয়া হলো :

  • পানির স্বাভাবিক বর্ণ বিনষ্ট হয় ও দুর্গন্ধময় হতে পারে।
  • দূষিত পানিতে সহজেই ফেনা হয় ও পানি তার স্বচ্ছতা হারায়।
  • পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং তাপমাত্রা সাধারণত স্বাভাবিকের চেয়ে বেশি হয়।
  • পানিতে বিভিন্ন আয়নের পরিমাণ বাড়ে। এছাড়া রাসায়নিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়।
  • পানির pH পরিবর্তন হয়। অর্থাৎ পানির অম্লত্ব বা ক্ষারত্ব বৃদ্ধি পায়।
  • পানির খরতা বেড়ে যায়।
  • পানিতে শেওলা পড়ে ও আগাছা জন্মে।
  • পানিতে জলজ জীবাণুর আধিক্য হয়।
  • পানির প্রাণ রাসায়নিক চাহিদা বাড়ে।
  • দূষিত পানি পানের অযোগ্য হয়ে পড়ে।


দূষিত পানি পান করলে কী কী রোগ রোগ হতে পারে?

দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস, পেটেরপীড়া, চর্মরোগ ও হাত পায়ের চামড়ায় ঘা প্রভৃতি রোগ হতে পারে।

Post a Comment

Previous Post Next Post