যে কলা প্রাণিদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোজক কলা বলে। রক্তকে তরল যোজক কলা বলা হয়। কারণ রক্ত বিভিন্ন দ্রব্যাদি (যেমন : অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ) দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগজীবাণুর আক্রমণ প্রতিরোধ করে।


বিজ্ঞান (Science) বিষয়ের প্রশ্ন ও উত্তর

১। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে?

উত্তর : প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ।


২। গলগি বডির কাজ কি?

উত্তর : গলগি বডির কাজ নিম্নরুপ :

i. উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করে।

ii. কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত।

iii. কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে।


৩। কোষের সংজ্ঞা দাও।

উত্তর : জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।


৪। উদ্ভিদ এবং এর ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর : উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। ‘ক্রোমো’ অর্থ রং বা রঞ্জক। এই রঞ্জকের বিভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণির গাছের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়। আবার একই গাছের ফুল ও ফলের রং ভিন্ন হয়।

বিভিন্ন রঞ্জকের মধ্যে টমেটোর লাল বর্ণের জন্য লাইকোপেন নামক রঞ্জক পদার্থ দায়ী। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে।


৫। ম্যাট্রিক্স কী?

উত্তর : ক্রিস্টির অভ্যন্তরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে।

Post a Comment

Previous Post Next Post